ঈদের খুশি
Friday, April 21, 2023
ঈদের খুশি
রুশো আরভি নয়ন
চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে
কালকে খুশির ঈদ,
সব ভেদাভেদ ভুলে মোরা
মেলাবো সবে হৃদ।
আনন্দ আর উল্লাসেতে
মাতবো সবাই মিলে,
সকল দুঃখ ফেলবো মুছে
রাখবো না আর দিলে।
নতুন জামা নতুন কাপড়
করবো ভাগাভাগি,
ঈদগাহেতে যাবো সবে
ভুলবো রাগারাগি।
কোলাকুলি করবো মোরা
ঈদের সালাত শেষে,
ছোট বড় এক হয়ে আজ
থাকবো মিলেমিশে।
ফিরনি খাবো পায়েস খাবো
করবো মিষ্টিমুখ,
এবার ঈদের শীতল হাওয়ায়
বিলিয়ে দেবো সুখ।