হাতিয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কন্ঠ রিপোর্ট : হাতিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মোঃ ইমরান হোসেন। স্বাগত বক্তব্যে সমাজ সেবা কর্মকর্তা জানান, শুধুমাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচির ছয় ধরনের ভাতা বাবদ বর্তমান অর্থবছরে হাতিয়া উপজেলায় প্রায় ২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। ।