হাতিয়ায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা
Sunday, May 28, 2023
তাজুল ইসলাম তছলিম : নোয়াখালীর হাতিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৮ মে) বিকেল চার টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার কায়সার খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কেফায়েত উল্লাহ । বিশেষ অতিথি ছিলেল নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন,
এসময় আরো উপস্থিত ছিলেন হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৌমেন সাহা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষন বাবুলাল, বীর মুক্তিযোদ্ধা মানসুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন। কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করেন এবং এটি ছিলো বাংলাদেশের জন্যে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।