হাতিয়া উপজেলা বি এন পি : পালন করা হয়না কেন্দ্রীয় কর্মসুচী, ৭ ভাগে বিভক্ত
হাতিয়া : এক সময়ে বি এন পির ঘাটি হিসেবে পরিচিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা বি এন পির এখন কোন প্রকার কর্মকান্ড নেই বললে চলে। জিমিয়ে গেছে হাতিয়া উপজেলা বি এন পির সকল কর্মকান্ড। এখানে পালন করা হয়না কেন্দ্রীয় কোন কর্মসুচী। এখানকার সাংগঠনিক অবস্থা অনেকটা অগোছালো। নেই অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও। সব জায়গায় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি না থাকায় তৃনমূলে রয়েছে অসন্তোস। পৌরসভা বি এন পির কিছু কর্মকান্ড চোখে পড়লেও উপজেলা বি এন পির কোন প্রকার কোন কর্মকান্ড নেই বললে চলে।
উপজেলা বি এন পির সভাপতি ও সাধারনসম্পাদক থাকেন ঢাকায়। দুই ঈদে সভাপতি ও সাধারন সম্পাদক দেশে আসেলেও নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন ভিন্ন ভিন্ন জায়গায়। এ উপজেলার বি এন পি ছাত্রদল যুবদল নেতারা ৭ ভাগে বিভক্ত। সিনিয়র নেতাদের মধ্যে গ্রুপিং থাকায় সাধারন কর্মী সমর্থকরাও বিভক্ত হয়ে পড়েছেন। এক গ্রুপে রয়েছেন উপজেলা বি এন পির সভাপতি ফজলুল হক খোকন। অপর গ্রুপে রয়েছেন উপজেলা বি এন পির সাধারন সম্পাদক তানভীর। এক গ্রুপে আছেন সাবেক সভাপতি মোঃ আলা উদ্দিন অপর জন হলেন ২০০৮ সনে বি এন পির প্রার্থী ও সাবেক আহবায়ক মোঃ শাখাওয়াত হোসেন সওকত। আরো একজন আছেন যিনি ঢাকায় বসে হাতিয়ায় রাজনীতির করার ইচ্ছা পোষন করেন সাবেক ছাত্র নেতা মোঃ শাহনেওয়াজ। আরেকজন আছেন আমেরিকা প্রবাসী আমিরুল মোমেনিন বাবলু। এ সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি কমিটি গঠনের অভিযোগও রয়েছে।
উপজেলা বি এন পির প্রবীন নেতা ও বর্তমান কমিটির সহ সভাপতি খন্দকার আবুল কালাম বলেন,যতজন যত কমিটিই করুক বা যত গ্রুপ করুক না কেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মাঠে এসে দাড়ালে সবাই পালিয়ে যাবে। কারন তিনি এ আসনের তিন তিন বারের সংসদ সদস্য। উনার সময় এ আসন ছিল বি এন পির ঘাটি। তিনি হাটি হাটি পা পা করে এ আসনে বি এন পির তৃনমূল থেকে সংঘটিত করেছেন। সব জায়গায় ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটির কাজ শেষ করেছেন। ২০০৮ সনে উনার বিরুদ্ধে সংস্কার পন্থীর মিথ্যা অপবাদ দিয়ে কিছু কুচক্রী মহল উনাকে দল থেকে দুরে সরিয়ে দেয়। সে থেকে হাতিয়া উপজেলা বি এন পির সব শেষ হয়ে গেছে। ২০১৮ সনে তিনি মনোনয়ন পেলেও শত চেষ্টা করে আর ঘুরে দাড়াতে পারেনি উপজেলা বি এন পি। বর্তমান কমিটি একেবারেই উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বি এন পির মেরুডন্ড ভেঙে দিয়েছে।
উপজেলা বি এন পির সভাপতি ফজলুল হক খোকন বলেন,দলীয় কর্মসূচী না থাকলেও দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ ও মত বিনিময় হয়।