ঢাকা-হাতিয়া নৌযানের রোটেশন পরিবর্তন, চলবে দুটি করে লঞ্চ
Saturday, September 2, 2023
ছায়েদ আহমেদ : যাত্রী সংকট দেখিয়ে ফারহান এবং তাসরিফ লঞ্চ কর্তৃপক্ষ কিছুদিন ধরে ঢাকা-হাতিয়া,ঢাকা-মনপুরা-চরফ্যাশন,বেতুয়া নৌ পথে রোটেশন পদ্ধতি গ্রহনের পর আজ শনিবার(২ সেপ্টেম্বর) বিকেল থেকে আবারও দু’টি করে লঞ্চ চালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । তবে যাত্রী সংকট কিংবা জ্বালানি খরচ না পোষালে পুনরায় রোটেশন পদ্ধতিতে ফিরে আসবে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।
জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, প্রাক্তন এমপি মোহাম্মদ আলি এ রুটে চলাচল করতে গিয়ে রোটেশন পদ্ধতির ফলে যাত্রীদের দুর্ভোগ, হয়রানি সহ নানান অসুবিধা প্রত্যক্ষ করে লঞ্চ কর্তৃপক্ষের সাথে আলাপআলোচনার পর পূর্বের অবস্থায় ফিরে আসার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, ঢাকা-হাতিয়া নৌযানগুলোর রোটেশন এবং পরিবর্তন প্রসঙ্গে তাসরিফ লঞ্চের জেনারেল ম্যানাজার কাজী ইকবালের সাথে আলাপ করলে তিনি জানান, একদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি অপরদিকে যাত্রী সংকট এবং আমাদের লঞ্চ চলাচলে কেবিন সমূহ অর্ধেকের বেশি খালি থাকার কারনে আমরা রোটেশন পদ্ধতি গ্রহন করেছি। তবে এখন আমাদের জ্বালানি খরচ মোটামুটি পোষলেও আমরা দুটি করে লঞ্চ চালনা অব্যাহত রাখবো।
উল্লেখ্য, যে নিয়মে ঢাকা সদরঘাট থেকে হাতিয়া তমরদ্দি নৌ রুটে তাসরিফ এবং ফারহান নামের যে চারটি লঞ্চ চলাচল করতো আজ থেকে এ নৌযানগুলো চলবে ভিন্ন নিয়মে।
পূর্বে হাতিয়া তমরদ্দি লঞ্চ ঘাট থেকে দুপুর সাড়ে ১২ টায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে যেতো ফারহান লঞ্চ আর ১ টায় ছেড়ে যেতো তাসরিফ লঞ্চ এবং সন্ধ্যা ৫ টায় ঢাকা সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসতো ফারহান লঞ্চ আর সাড়ে ৫টায় ছেড়ে আসতো তাসরিফ লঞ্চ। কিন্তু দুই সিরিজের লঞ্চসমূহের মধ্যে বৈরী ভাব থাকায় আজ শনিবার থেকে ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যা ৫টা এবং সাড়ে ৫ টায় ফারহান-১,ফারহান-২ ছেড়ে আসবে হাতিয়ার উদ্দেশ্যে এবং একই ভাবে পরদিন ছেড়ে আসবে তাসরিফ-১,তাসরিফ-২ লঞ্চ।