হাতিয়ায় ভুয়া জন্মসনদ তৈরির দায়ে যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
ছায়েদ আহমেদ : নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরির দায়ে ১ যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন, বুড়িরচর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান(২১)।
জানা গেছে, দীর্ঘদিন থেকে এই যুবক টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে চেয়ারম্যান এর স্বাক্ষর, বয়স ও ঠিকানা জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার আবেদনসহ বিভিন্ন অপরাধ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশ নিয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী গতকাল সন্ধ্যা ৮টার দিকে বুড়িরচর এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় চেয়ারম্যান এর নামে দু’টি নকল সীল এবং দু’টি ভুয়া জন্ম সনদ জব্দ করা হয়। পরে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে আটককৃত যুবক’কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, ভুয়া জন্ম সনদ তৈরির অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।