হাতিয়ায় সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও মরহুম শিক্ষকদ্বয়ের স্মরণে দোয়া
হাতিয়া : নোয়াখালীর হাতিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের (এ এম ) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্নেশ্বর মজুমদার এর বিদায়োত্তর সংবর্ধনা সভা এবং সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আবুল কাশেম ও মোঃ আমিরুল ইসলাম মরহুমদ্বয়ের স্মরণে দোয়ার অনুষ্ঠান শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নাজিম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হক । অনুষ্ঠানের বক্তব্য রাখেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মোঃ হাছান,সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মোঃ আব্দুল হালিম ও অধ্যায়ন রত শিক্ষার্থী সান্তনা রানী দাস, আমিরুল ইসলাম শান্ত , মাহিয়া তাসলিম মিম, মাইন রহমান অর্ণব।এছাড়া আরো বক্তব্য রাখেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল হোসেন ,, সাবেক অধ্যক্ষ অধ্যাপক দেবব্রত দাস গুপ্ত, অধ্যাপক হারুন অর রশিদ শামীম, প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম রফিকুল ইসলাম ,হাতিয়া প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি আ ক ম আব্দুল্ল্যাহ, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, এ এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক এ আজম,প্রাক্তন ছাত্র অরবিন্দ সাহা, কাঞ্চন উদ্দিন প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষক রত্নেশ্বর মজুমদার কে বিদ্যালয় ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার প্রদান করা হয়। বক্তাগণ বিদায়ী শিক্ষক রত্নেশ্বর মজুমদারের কর্মকালীন জীবন নিয়ে বিশদ আলোচনা করেন এবং মরহুম শিক্ষদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।