হাতিয়ায় স্রোতের তোড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
মো. ইফতেখার হোসেন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের স্রোতের তোড়ে ভেসে নিখোঁজ হওয়া বৃদ্ধ আব্দুস সহিদের লাশ উদ্ধার হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের দমারচরের কাছে নদীতীরে তার ভাসমানমরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিখোঁজ বৃদ্ধ আব্দুস সহিদ (৬৫) বুড়িরচর ইউনিয়নের ৪ নংওয়ার্ড রেহানিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে নিঝুমদ্বীপ ইউনিয়নের দমারচরে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
পরিবার সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার দুপুরে দমারচর থেকে সারের জন্য নিঝুমদ্বীপ বাজারে যাওয়ারউদ্দেশ্যে বের হয়। দমারচর ও নিঝুমদ্বীপের মধ্যবর্তী চ্যানেলে পানি কম থাকায় হেটে পার হতে যাচ্ছিল। এমতাবস্থায় হঠাৎ জোয়ারের তীব্র স্রোতের কবলে পড়ে সে ভেসে যায়। অদূরবর্তী জায়গা থাকা লোকজন ঘটনাটা দেখে তাকে উদ্ধার করার জন্য প্রাণপন চেষ্টা চালায়। কিন্তু প্রবল বাতাস ও বৃষ্টির কারণে নিমিষে দৃষ্টির বাইরে চলে যায়। পরে বুধবার বিকেলে দমারচরের কাছে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, গতকাল থেকে নিখোঁজ আবদুস সহিদের সন্ধানে নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে আসছেন। বিকেলে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেয়। লাশটি উদ্ধারের পর পুলিশ প্রশাসনের সুরতহাল রিপোর্টের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।