মিধিলি’র প্রভাবে হাতিয়ায় ঘরবাড়ি বিধ্বস্ত,বেড়েছে নদী ভাঙ্গনও
ছায়েদ আহমেদ : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল শুক্রবার উপকূলজুড়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর বিধ্বস্তসহ খেতের ফসল বিশেষ করে আমন ধান, খেসারি ও শাকসবজি বিনষ্ট হয় অতিমাত্রায়। ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে গাছগাছালি পড়ে বসতঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে অনেকের।
হাতিয়া পৌরসভা ১নং ওয়ার্ড প্রাইভেট হাসপাতাল এলাকায় গাছ পড়ে আবু তাহের নামের এক গরীব লোকের বসতঘর সম্পূর্ণ ভেঙে যায়। ওছখালী এলাকার আব্দুল কাদের নামের সাবেক এক সেনা সদস্যের গাছসহ পুরো পুকুর পাড় ঢলে পড়ে যায়। উপজেলার সিডিএসপি বাজার সংলগ্ন ইকবাল ও জাকের হোসেনের স’ মিল এবং বসতঘর গাছ পড়ে সম্পূর্ণ ভেঙে যাওয়াসহ প্রায় ৪০টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করে গতকাল রাতে ঘূর্ণিঝড় মিধিলি চলে যাওয়ার পরও আজ সকাল থেকে হাতিয়ার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। প্রবল ঢেউয়ে হাতিয়ার নদী সীমানা ব্যাপক হারে ভাঙছে। তবে নৌ-যান চলাচলে স্বাভাবিকতা এসেছে ভোর থেকে।
হাতিয়া উপজেলা কৃষি অফিস ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানায়, ঘূর্ণিঝড়ে উপজেলার ৯ হাজার ২৮০ হেক্টর আমন, ৯ হাজার ৩০০ হেক্টর খেসারি ডাল এবং ১৮৬ হেক্টর শীতকালীন শাকসবজি বিনিষ্ট হয়েছে।