হাতিয়ায় খবির মিয়া বাজারে সন্ত্রাসী হামলা : দোকান ভাংচুর ২ ব্যবসায়ী আহত

হাতিয়া পৌর মেয়র একেএম ইউচুফ আলী ও ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মহি উদ্দিন মিষ্টু আহত জিন্নুর ও শাহাদাতের শারিরীক অবস্থা দেখতে হাসপাতালে যান
স্টাফ রিপোর্টার : দ্বীপ উপজেলা হাতিয়ায় খবির মিয়া বাজারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৫টি দোকানে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় ২ ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্নক জখম করেছে সন্ত্রাসীরা। আহতদেরকে উদ্ধার করে হাতিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১১ টায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরকিং ইউপির আকরাম মেম্বারের প্রত্যক্ষ ইন্দনে তার ১০/১২ জন সন্ত্রাসী রাত ১১টায় দেশিয় অস্ত্র নিয়ে বাজারে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় ব্যবসায়ী সাহাদাতের ৩ টি দোকান, জিন্নুরের ১টি দোকান ও অন্য ব্যবসায়ীর ২টি দোকান ঘরে হামলা ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা জেলা ছাত্রলীগের মানব কল্যান সম্পাদক আতিকুল ইসলাম জিন্নুর ও ব্যবসায়ী সাহাদাতকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে হাতিয়া থানার ওসি তদন্ত জাকির হোসেন ও এসআই ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত আতিকুল ইসলাম জিন্নুর ও ব্যবসায়ী সাহাদাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।