সংসদে হাতিয়ার প্রধান সড়ক সংষ্কারের দাবি জানালেন স্থানীয় এমপি
গতকাল বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে হাতিয়ার প্রধান সড়ক সংষ্কারের দাবি জানিয়ে যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রেখেছেন হাতিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আয়েশা আলী। বক্তব্যে তিনি বলেন, হাতিয়ার ৪০ কি.মি. দীর্ঘ সড়কটি সংষ্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এটি অতি দ্রুত সংষ্কার করা নাহলে হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মত একটি ঐতিয্যবাহী সংগঠন আমাকে মনোনয়ন দেয়ায় আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আমি হাতিয়াবাসী ও সাবেক এমপি মোহাম্মদ আলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০০৮ সালের নির্বাচনেও আমি ২২ হাজার ভোটে এগিয়ে ছিলাম, ফজলুল আজিম প্রশাসনকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে কুট-কৌশলের মাধ্যমে আমাকে সাড়ে ৪ হাজার ভোটে হারিয়ে আমার সেই বিজয় ছিনিয়ে নিয়েছে। এজন্য আমি মহান সংসদের মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছি।