হাতিয়া সুখচর আজহারুল উলুম মাদ্রাসায় নব পাঠদান অনুষ্ঠান
Thursday, January 29, 2015
স্টাফ রিপোর্টার : আজ সকাল ১১.০০ টায় হাতিয়ায় সুখচর আজহারুল উলুম (বি এ) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও নব পাঠদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদ্রাসা গভর্নিং বডির সহ সভাপতি আমজাদ উদ্দিন সাফদারে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র একেএম ইউসুফ আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাও: মহি উদ্দিন, মাও: এনামুল হক প্রমুখ। দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নব বর্ষের নব পাঠদান পর্ব শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।