হাতিয়ার ১০০ ব্যক্তিত্বের জীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন
মানিক মজুমদার : শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফজলে এলাহী শাহীন রচিত ও সংকলিত ‘সাগর কন্যা হাতিয়ার ১০০ ব্যক্তিত্বের জীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন করেন হাতিয়া পৌরসভার মেয়র এ কে এম ইউছুপ আলী। ঢাকাস্থ হাতিয়া’৮৭ ওয়েলফেয়ার এসোসিয়েশান গ্রন্থটির মোড়ক উম্মোচন,হাতিয়া ’৮৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা,গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এনজিও কর্মকর্তা আহছানুল করিম সোহেলের সঞ্চালনায় এবং এডভোকেট মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাতিয়া পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার আলম যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,নতুন প্রজন্ম বইটি পাঠ করলে অতীত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। তিনি এ প্রসঙ্গে গ্রীক দার্শনিক সক্রেটিসের ‘নো দাইসেলফ্’ প্রসঙ্গটিও উল্ল্যেখ করেন।
মিলনায়তন ভর্তি দর্শকশ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানে এনজিও কর্মকর্তা তামজিদ উদ্দিনের স্বাগত বক্তব্যের পর বইটি রচনার পটভূমি ও গুরুত্ব বর্ননা করে বইয়ের লেখক ফজলে এলাহী শাহীন বক্তব্য দেন।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. খালেদা লায়লা, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সেক্রেটারী আনোয়ার হোসেন যতন, কৃষিবিদ আমির হোসেন, হাতিয়া দ্বীপ সরকারী কলেজের উপাধ্যক্ষ তোফায়েল আহম্মদ, অধ্যক্ষ এনামুল হক প্রমুখ।