‘কোরআন অবমাননা’: থানা থেকে যুবককে ছিনিয়ে নিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম অবমাননার অভিযোগ পাকিস্তানে থানা থেকে ছিনিয়ে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছেন বিক্ষুব্ধ লোকজন। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শনিবার দেশটির পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব শহরে ঘটেছে এ ঘটনা। খবর রয়টার্সের।
দেশটির পুলিশের মুখপাত্র মুহাম্মদ ওয়াকাস বলেন, নিহত ব্যক্তির নাম মুহাম্মদ ওয়ারিস (২০)। কোরআন অবমাননার অভিযোগে তার ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ তাকে থানায় নিজেদের হেফাজতে নেয়। এরপরে বিক্ষুব্ধ লোকজন ওই থানায় হামলা চালান।
পুলিশের ওই কর্মকর্তা জানান, বিক্ষুব্ধ জনতা মুহাম্মদ ওয়ারিসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে তাকে পিটিয়ে হত্যা করে। ওয়ারিসের শরীর আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
মুহাম্মদ ওয়াকাস বলেন, থানায় হাতেগোনা কয়েকজন পুলিশ থাকায় পুলিশ উত্তেজিত জনতাকে থামাতে পারেনি। পরে ওই থানায় বাড়তি পুলিশ পাঠানো হয় এবং তারা জনতাকে মৃতদেহে আগুন দেওয়া থেকে আটকাতে সক্ষম হয়।
ইতোমধ্যে এই ঘটনার ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়,এক ব্যক্তিকে পা ধরে টেনে হিঁচড়ে রাস্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং লাঠি ও লোহার রড দিয়ে পেটানো হয়।