ইরাকে শ্রমিক পাঠাবে না বাংলাদেশ
ঢাকা অফিস : ইরাকের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশি শ্রমিক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় ১৪ হাজার বাংলাদেশি ইরাকে কর্মরত আছেন। তাদের অধিকাংশই নির্মাণখাতে কর্মরত।
এছাড়া, কয়েক হাজার বাংলাদেশি ইরাকে চাকরি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু এসব শ্রমিককে দেশটির পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি বাংলাদেশ আশা করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় ইরাক সরকার এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারবে এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংলাপে বসবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইরাকে কর্মরত সব বাংলাদেশি নিরাপদে আছেন। বাগদাদে বাংলাদেশি দূতাবাস সবসময় তাদের খোঁজখবর রাখছে।