সুরক্ষা সরঞ্জাম ছাড়াই প্রাথমিক শিক্ষকদের পাঠানো হচ্ছে মাঠে

Thursday, April 23, 2020

 


ঢাকা : করোনা আক্রান্তদের সহায়তার নামে মাঠপর্যায়ে নির্বিচারে চাঁদাবাজি করা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে। কোথাও কোথাও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাও জড়িত এর সঙ্গে। অনেক উপজেলায় শিক্ষকদের মাথাপিছু ৫০০ থেকে এক হাজার টাকা চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে।

আবার অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করার জন্য শিক্ষকদের ন্যুনতম কোনো সুরক্ষা সরঞ্জাম দেওয়া ছাড়াই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যেতে বাধ্য করছেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এতে শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউনের মধ্যেই তাদের দিয়ে স্থানীয় বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকের তথ্য সংগ্রহের কাজ করানো হচ্ছে। দেশের বিভিন্ন বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালকের টেলিফোনিক নির্দেশে এই তথ্য সংগ্রহ করতে হচ্ছে।

যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেসবের মধ্যে রয়েছে- সংশ্নিষ্ট বিদ্যালয় ও ক্যাচমেন্ট এলাকার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে ভিজিডি, ভিজিএফ, ১০ টাকা কেজির চাল ও অন্যান্য সরকারি বরাদ্দপ্রাপ্ত পরিবারের তালিকা তৈরি, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের সংখ্যা নির্ধারণ করে কোন শিক্ষক কতটি অসচ্ছল বা দরিদ্র পরিবারকে মানবিক সাহায্য করেছেন এবং কী ধরনের সাহায্য করেছেন তার বিবরণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো তালিকাভুক্ত দরিদ্র পরিবারের সংখ্যা নির্ধারণ। এসব তথ্য নির্দিষ্ট ছক আকারে তাদের উপজেলা শিক্ষা অফিসে পাঠাতে হচ্ছে।

উপপরিচালকদের টেলিফোনিক নির্দেশের উল্লেখ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা (ডিপিইও) এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে। এ চিঠির ৫নং কলামের সুযোগ নিয়ে অনেক উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের কাছ থকে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে বাধ্য করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পিয়নদের সহকারী শিক্ষকদের বাড়িতে পাঠিয়ে এই চাঁদা আদায় করাচ্ছেন। আবার অনেক উপজেলা শিক্ষা কর্মকর্তা ইউএনওর ত্রাণ তহবিলের জন্য শিক্ষকদের কাছ থেকে এক দিনের বেতনের সমপরিমাণ টাকা বেতন থেকে কেটে নিচ্ছেন।

মাঠপর্যায়ের প্রাথমিক শিক্ষকরা জানান, মাত্র কয়েকদিন আগে তারা বৈশাখী ভাতার ২ শতাংশ হিসেবে প্রায় ৩০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে প্রাথমিক শিক্ষক নেতা ও কর্মকর্তাদের আলোচনার পর স্বেচ্ছায় এই অনুদান দেওয়া হয়। এখন আবারও করোনা আক্রান্তদের ত্রাণের জন্য টাকা দিতে বাধ্য করায় শত শত শিক্ষক অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে চিঠিতে বিদ্যালয়ের নাম উল্লেখ থাকায় প্রধান শিক্ষকরা টাকা কালেকশন করতে উঠেপড়ে লেগেছেন।

কুমিল্লা জেলার ডিপিইওর চিঠি পাওয়ার পর দাউদকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই উপজেলায় শিক্ষকপ্রতি ৫০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে বলে একাধিক শিক্ষক জানিয়েছেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শিক্ষকরা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে শিক্ষা কর্মকর্তা সাধারণ শিক্ষকদের থেকে এক দিনের বেতনের সমপরিমাণ টাকা কেটে রেখেছেন। ইউএনওর ত্রাণ বিলির জন্য এই টাকা কেটে রাখা হয় বলে শিক্ষকদের জানানো হয়েছে। ওই উপজেলার শিক্ষকরা জানান, করোনোর এই দুর্দিনে নিজ এলাকার প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকেও তাদের সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করতে হচ্ছে।

এ ব্যাপারে আশাশুনির ইউএনও মীর আলিফ রেজা বলেন, এক দিনের বেতন নেওয়ার কথা সত্য। আর এটি কেবল প্রাথমিক শিক্ষক নন, উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বাররাও দিয়েছেন। চেয়ারম্যানরা দিয়েছেন এক মাসের সম্মানী। তবে কোনো জোরজবরদস্তি করা হয়নি। যিনি দিয়েছেন নিজের ইচ্ছায়ই দিয়েছেন।

অভিযোগ উঠেছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা চেয়ারম্যানের নির্দেশে শিক্ষকপ্রতি ৫০০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বলেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথসভায় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে, শিক্ষকরা ৫০০ করে টাকা দেবেন। যারা স্বেচ্ছায় দেবেন, তাদেরটাই নেওয়া হবে। এ দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের জন্য স্থানীয় একটি তহবিল করা হবে। তবে এখনও কোনো শিক্ষকের কাছ থেকেই কোনো টাকা নেওয়া হয়নি।

প্রাথমিক শিক্ষকরা সবচেয়ে বড় বিপাকে পড়েছেন তথ্য সংগ্রহ করা নিয়ে। বেশিরভাগ শিক্ষকের বাড়ি নিজের বিদ্যালয় থেকে দূরে। সারাদেশে লকডাউন চলার কারণে রাস্তায় গাড়ি পাওয়া যায় না। তাই এই দায়িত্ব পালনে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া শিক্ষকদের কোনো সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ব্যবস্থাও করা হয়নি। ন্যুনতম একটি মাস্কও কাউকে দেওয়া হয়নি। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব তাদের করোনা ঝুঁকিতে ফেলে দিয়েছে।

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লক্ষ্মণখোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবেরা বেগম বলেন, বন্দর উপজেলার তিনজন প্রাথমিক শিক্ষক ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত। আমাদের পুরো মহল্লা লকডাউন। এই অবস্থায় তথ্য সংগ্রহের জন্য কারও বাড়ি যাওয়া সম্ভব নয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, পিপিই বরাদ্দ না দিয়ে শিক্ষকদের অভিভাবকের বাড়িতে পাঠানো মানে বিপদের দিকে ঠেলে দেওয়া। সরকারি কর্মচারী হিসেবে শিক্ষকরা যে কোনো দায়িত্ব পালন করবে। তবে তা আসতে হবে জনপ্রশাসন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট পরিপত্রের আলোকে। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো শিক্ষক করোনায় আক্রান্ত হলে বা মারা গেলে তার পরিবারের কী হবে? তা আগে নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের অন্যান্য সরকারি দপ্তরের মতো শিক্ষকদের জন্যও প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা ও বীমা সুবিধা রাখতে হবে। তবে সবার আগে দরকার জীবনের নিরাপত্তা।


‘স্যার’ বিড়ম্বনা 

বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা: কাদের

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ

এ এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ: বিস্ফোরকের আলামত নেই

হাতিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

বেগমগঞ্জে ১১ পাসপোর্ট দালাল গ্রেফতার

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৬

নোয়াখালীতে ৬ হাজার মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

এই সম্পর্কিত আরো