২ মাসে খালেদা জিয়ার অর্জন শূন্য: সুরঞ্জিত
ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ‘বিগত দুই মাসেরও অধিক সময়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার অর্জন শূন্য। আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা, দেশের সম্পদ ধ্বংস করা ছাড়া তারা কিছুই অর্জন করতে পারেনি। এ সব কর্মকাণ্ড করে সরকার পরিবর্তন করা যায় না।’
শুক্রবার দুপুরে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা-সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরিঞ্জত সেনগুপ্ত বলেন, ‘মানুষ পোড়ানো, সাড়ে ছয় হাজার গাড়িতে অগ্নিসংযোগসহ অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তার সব দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে।’
বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সহিংসতার পথ পরিহার করে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিন। মনে রাখবেন—দুই-চারটা ককটেল মেরে সরকার উত্খাত করা যায় না। যদি অন্ধকারের দিকে যান, তাহলে অন্ধকার আরো অন্ধকারের দিকে নিয়ে যাবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আন্তরিক প্রচেষ্টা দিয়ে খোঁজার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যেখানেই থাকুক তাকে খুঁজে বের করতে হবে।’
নৌকা-সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম এমপি, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ