মহিলা দলের সম্পাদক সুলতানা আটক
ঢাকা : জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে আটক করেছে র্যাব। আজ সকালে রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চে করে ঢাকায় ফিরেন সুলতানা আহমেদ। সকালে লঞ্চঘাট থেকে বাসায় ফেরার পথে টিকাটুলী থেকে র্যাব তাকে আটক করে।
সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদ জানিয়েছেন- তার স্ত্রী এখনো র্যাব টিকাটুলি অফিসে আছেন। সকালে তার ড্রাইভার ওষুধ দিয়ে এসেছেন। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সেটা জানাতে পারেননি তিনি।
বিএনপির পক্ষ থেকে সুলতানা আহমেদকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানানো হয়েছে।