মানুষের আস্থা-বিশ্বাসই আমাদের বড় শক্তি : প্রধানমন্ত্রী
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের আর কোনো শক্তি নেই; একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি। মানুষের আস্থা-বিশ্বাস; এটাই আমাদের বড় শক্তি।’
আজ রোববার সকালে টানা ১০ বার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানাতে গণভবনে যান তৃণমূল নেতাকর্মীরা। এ সময় তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এ দেশের মানুষের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।
আওয়ামী লীগ সভাপতি বলেন, সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে উঠা সংগঠন। বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকদের পকেট থেকে বের হওয়া দল; যারা ভাসমান।