৪৮ ঘণ্টার হরতাল চলছে, কর্মসূচি পালনে আরও কঠোর হবে বিএনপি

Sunday, November 19, 2023


ঢাকা : দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলনের কৌশলও বদলাচ্ছে রাজনৈতিক অঙ্গনের প্রধান বিরোধীদল বিএনপিসহ অন্যান্য জোট। আজ থেকে শুরু হওয়া দুই দিনের হরতালসহ আগামী দিনের আন্দোলন কর্মসূচিতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। তারা সেই সময় পর্যন্ত চলমান আন্দোলনকে অব্যাহত রাখতে চান। তাদের বিশ্বাস, এমনিতেই নানাবিধ চাপে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়বে। তাছাড়া বিএনপির হাইকমান্ড এই সময়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিতে চায়। তবে তফসিল ঘোষণার পরপরই নির্বাচন  কমিশন কার্যালয় ঘেরাওয়ের আলোচনা থাকলেও এখন মনোনয়নপত্র দাখিলের পর ‘অসহযোগ’ কর্মসূচির মধ্যেই কমিশন ঘেরাও কর্মসূচির চিন্তাভাবনা চলছে। কর্মসূচি পালনে কঠোর হবে বিএনপিসহ মিত্ররা। বিএনপি ও সমমনা দলগুলোর একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানা গেছে।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু: পঞ্চম দফার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগেরদিন গত বৃহস্পতিবার দাবি আদায়ে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি ও তার মিত্ররা। আজ ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার ( হরতাল শুরু হচ্ছে। গতকাল রাতেই ঢাকায় ৩টি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গুলিস্তান, কাফরুলের তালতলা ও যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের উপরে বাসে এসব আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঢাকাসহ সারাদেশে আজ ১৯ ও কাল ২০ নভেম্বর (রবিবার থেকে সোমবার) সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা দেয়া হয়। এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।

গতকাল শনিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, বেগম খালেদা জিয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার-হাজার নেতাকর্মীদের মুক্তি ও ঘোষিত তফসিলের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। এ কর্মসূচি সাফল্যমণ্ডিত ও সর্বাত্মক শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সারাদেশের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা সাহস নিয়ে বুক চিতিয়ে রাজপথে দাঁড়াবেন। সমমনা দল ও জোট এবং গণতন্ত্রকামী সকল মানুষকে এই হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর সরকারের পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় গত শুক্রবার ভোরে।

কর্মসূচি পালনে কঠোর হবে বিএনপি: বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে কখন কি ধরনের কর্মসূচি দেয়া হবে তার একটি সম্ভাব্য রোডম্যাপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হলেও নির্বাচন প্রতিহতের জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আগামীদিনে ঢাকা মহানগরসহ সারাদেশে একযোগে কর্মসূচি আরও জোরদার এবং কঠোরভাবে পালন করতে চায় বিএনপি। এই সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বশীল নেতারা যার যার স্থান থেকে কাজ করছেন। বিএনপির তৃণমূলের নেতারা জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে পণ্ড করে দিয়েছে। এখন দেশব্যাপী গ্রেপ্তারের নামে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এরমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। কারও বাসা-বাড়িতে তল্লাশির নামে ঘর-বাড়ি ও আসাবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। যে কারণে অকিাংশ নেতাকর্মী ঘরে কিংবা আত্মীয়ের বাসায়ও থাকতে পারছেন না। ইউনিয়ন থেকে মহানগর পর্যায়েও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দেয়া তালিকা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এমনকি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়েও গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি এমন যে তৃণমূলের নেতাকর্মীরা ধান খেত, বাগান, বাঁশ ঝাড় এমনকি খোলা আকাশের নিচেও মানবেতর দিনাতিপাত করছেন। এমতাবস্থায়ও প্রতিটি নেতাকর্মী আন্দোলনের মাঠে থাকার বিষয়ে অনড়। ভয়ভীতি উপেক্ষা করে তারা যে কোনো মূল্যে আন্দোলনের সফলতা চান।

এ প্রসঙ্গে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ বলেন, বর্তমান সরকার অবৈধ, অগণতান্ত্রিক ও ভোটচোর। এই সরকার দেশের কোনো আইন মানে না। সুতরাং এই সরকারের অধীনে বিএনপি এবং গণতান্ত্রিক আন্দোলনে থাকা শরিক দলগুলো নির্বাচনে যাবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সরকার মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। এদেরকে কেউ বিশ্বাস করেনা। তাছাড়া দেশে নির্বাচনের পরিবেশ নেই। ভয়-ভীতি, নির্যাতন উপেক্ষা করে আমাদের চলমান আন্দোলন কর্মসূচি আরও তীব্রতর হচ্ছে।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, হামলা-মামলায় বিএনপির আন্দোলন থেমে থাকবে না। তারা এখন না ফেরার অবস্থানে চলে গেছেন। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, প্রত্যেকটি নেতাকর্মী কষ্ট করে উদ্ভুত পরিস্থিতিতে কর্মসূচি সফল করতে মাঠে রয়েছে

হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং: এদিকে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগ বিশ্বরোডে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। গত সন্ধ্যায় রাজধানীর রামপুরা আবুল হোটেল-কাঁচাবাজার এলাকায় মশাল মিছিলে নেতৃত্ব দেন মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা। এসময় মহানগর উত্তর ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহ আল হামিদ নীরব, রিমন, তৌহিদুল ইসলাম আরিফ, পাভেল, সোহাগ, আরিফ বিল্লাহ, ইমন, নাসির তš§য়, হাফিজ, জুয়েল, রাহুল, আরিফ, জসিমসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ। এছাড়াও গতকাল বিকেলে সিলেট জেলা ও মহানগর, কক্সবাজার, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

মাঠে থাকবে জামায়াতসহ শরিকরা: এদিকে দ্বাদশ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে দফায় দফায় মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। জনগণকে সঙ্গে নিয়ে একতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছেন এসব দলের নেতারা। দ্বাদশ নির্বাচনের তপশিলকে নীলনকশা আখ্যা দিয়ে এর প্রতিবাদে জামায়াত ঘোষিত ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের একগুঁয়েমি, হঠকারিতা ও ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যেই হরতালের কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হয়েছি। একতরফা ফরমায়েসি তপশিলের প্রতিবাদে জামায়াতে ইসলামী ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। তিনি হরতাল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সফল করতে সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতা জানান, দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তপশিল আমরা প্রত্যাখ্যান করেছি। সেইসঙ্গে দলীয় লেজুড়বৃত্তিক নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ। চলমান আন্দোলনে দেশবাসী যেভাবে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে গেছেন সেভাবে এগিয়ে যেতে থাকলে এই প্রহসনের তপশিলের সঙ্গে সঙ্গে এই লেজুড়বৃত্তিক ইসি ও অবৈধ ভোট ডাকাত সরকারের পতন অবশ্যম্ভাবী। তারা জনগণকে সরকারের প্রতি অনাস্থা জানিয়ে ৪৮ ঘণ্টার হরতাল শান্তিপূর্ণভাবে চালিয়ে নেয়ার আহ্বান জানান।

হরতালের সমর্থনে মালিবাগে বিএনপির মশাল মিছিল: নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে আজ রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীতে মশাল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। গতকাল শনিবার সন্ধ্যার পর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুরু মশাল মিছিলটি মালিবাগ রেল গেট হয়ে মালিবাগ মোড়ে এসে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।


বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মারছে, কিন্তু পশ্চিমারা চুপ: জয়

আ.লীগ প্রার্থীর সমাবেশে বন্দুক হাতে বিএনপি নেতা

নদী রক্ষা করতে না পারলে, দেশ রক্ষা করা যাবে না : প্রধানমন্ত্রী

বুধ-বৃহস্পতি অবরোধ, রোববার মানববন্ধনের ডাক বিএনপির

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আচারণবিধি লঙ্ঘন : নোয়াখালী-১ আসনের আ.লীগ প্রার্থীকে শোকজ

নোয়াখালীর ৬ আসনে এমপি কিরনসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

ঘূর্ণিঝড়ে রূপ নিল গভীর নিম্নচাপ, নাম ‘মিগজাউম’

এলপিজি গ্যাসের দাম ২৩ টাকা বাড়ল

নির্বাচনের আগে সারা দেশে ওসি-ইউএনও বদলির নির্দেশ

হিরো আলমের মনোনয়ন বাতিল

অনিয়ম-দুর্নীতি-ই হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ফলাফল বিপর্যয়ের কারণ

নোয়াখালী-৪ ও নোয়াখালী-৩ এ দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে হামলা, আহত-৫ 

নোয়াখালীর ৬ আসনে ৫৫ মনোনয়নপত্র জমা

এই সম্পর্কিত আরো