‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’
ঢাকা : সীমান্তে শান্তি বজাই রাখতে পারস্পারিক সহযোগিতার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ-ভারত। এছাড়া সব ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়েও একমতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে দুই দেশ। উভয় দেশের ৫৪টি অভিন্ন নদীর ব্যবস্থাপনার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।