শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আটক ৩৫

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যেতে থাকে। পুলিশ তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ সেখান থেকে ১০ জনকে আটক করে।
রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করেন।
এর কিছুক্ষণ পরেই ছাত্র ফ্রন্টের ব্যানারে একটি মিছিল শাহবাগের দিকে আসতে থাকলে সেখান থেকে আরও ২৫ জন আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে রমনা জোনের ডিসি আবদুল বাতেন জানান, সড়ক অবরোধ করায় আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
বেশ কয়েক দিন ধরে ‘ফাঁস হওয়া প্রশ্নপত্রে’ নেওয়া মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করার দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।