আ’লীগের জবর দখলের নির্বাচনের শেষ ধাপেও ইসি পাহারাদারের ভূমিকায় – রিজভী
স্টাফ রিপোর্টার : উপজেলা নির্বাচনের শেষধাপেও কেন্দ্র দখল, ভোট কারচুপি ও ব্যালট বাক্স ছিনতাই করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বিকেলে এক প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্মমহাসচিব রিজভী আহম্মেদ বলেছেন, শেষ দফার নির্বাচনেও জবর-দখলের ধারাবাহিকতা রেখেছে সরকার দল। আর সরকার দলের সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদে ভোট ডাকাতি করতে পাহারাদারের ভূমিকা রেখেছে তলপীবাহক নির্বাচন কমিশন।
রিজভী আহম্মেদ বলেন, ১২ উপজেলা নির্বাচনে যেকয়টি উপজেলায় ভোটাররা ন্যূনতম ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেখানেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হবে। তিনি বলেন, অনেক কেন্দ্রে ভোটার ভোট দিতে পারেনি। আগেই তাদের ভোট দেয়া হয়েছে। কোথাও কোথাও ভোট কেন্দ্রের বুথে দরজা বন্ধ করে ব্যালটে সীল মেরেছে সরকার দলীয় ক্যাডাররা। প্রশাসন প্রতিরোধের বদলে নীরব দর্শক এমনকি সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল সোমবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনের কারণে সংশ্লিষ্ট উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এছাড়া নির্বাচনী এলাকায় অনুমোদনহীন যানবাহনের ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করছিল।
রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলী; রাজবাড়ীর কালুখালী; গাজীপুর সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর; কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ। তবে এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শুধু চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠধাপে মোট ১৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন।