জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না: প্রধানমন্ত্রী

Tuesday, August 2, 2016

1458961350

 

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না।

সোমবার বিকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে কৃষকলীগের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সন্ত্রাসী হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ-আমেরিকার সব জায়গায়ই এমন হামলা হচ্ছে। বাংলাদেশেও হয়েছে, যখনই হয়েছে আমরা ত্বরিত সিদ্ধান্ত নিয়ে মোকাবেলা করেছি। করছি।

জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, জঙ্গিদের বিষয়ে আপনারা সবাই তথ্য দেবেন। আমরা মোকাবেলা করবো।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। যুদ্ধাপরাদীদের রায়ও কার্যকর করে যাচ্ছি। বাংলাদেশ অভিশাপ মুক্ত হচ্ছে। তারপরও এদের পেতাত্মারা-সন্তানরা ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে বাংলার মানুষ এখন সচেতন, তারা বিভ্রান্ত হবে না।

এসময় তিনি জিয়াউর রহমান ও এরশাদের সমালোচনা করে বলেন, আমার বাবার হত্যাকারীদের চাকরি দিয়েছে, ইনডেমনিটি দিয়ে খুনিদের পুরস্কৃত করেছে জিয়াউর রহমান। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে এরশাদ। খালেদা জিয়া ভোট চুরি করে তাদের সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পরাজিত শক্তির দোসরদের নিয়ে তারা এখন আবার দেশকে খুন-খারাবির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। তারা এখন সচেতন।

তিনি বলেন, ২১ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এখনও ষড়যন্ত্র চলছে। বাংলার মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না।

স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর আমি যখন দেশে ফিরে এসেছি, আমাকে এই বাড়িতে (ধানমন্ডির ৩২ নম্বর) ঢুকতে দেয় নাই। মিলাদ করতে দেয় নাই। রাস্তার উপর বসে মিলাদ করতে হয়েছে। তাও কত বাধা!

শেখ হাসিনা বলেন, সব হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার কাজ করে যাচ্ছি। মানুষের দোয়াই আমাদের পাথেয়। ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এটা করবোই।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, এদেশকে যেভাবেই হোক আমরা বাবার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।

তিনি বলেন, বাবার বড় সন্তান হিসেবে আমি তার কাছ থেকে যতটুকু শিখেছি। তিনি কী করতে চেয়েছিলে, তার মুখে যতটুকু শুনেছি। সে অনুযায়ী মানুষের মুখে হাসি ফুটানোর কাজ করে যাচ্ছি।

এসময় প্রধানমন্ত্রী কৃষকলীগের রক্তদান কর্মসূচির সাফল্য কামনা করেন।


লঞ্চ মালিকদের অতি লোভে দুর্ভোগের শিকার হাতিয়ার যাত্রীরা

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’

হাতিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও

নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার

হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি

হাতিয়ায় স্রোতের তোড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, গ্রেফতার ৩

আর ঘরে বসে থাকার সময় নেই : মির্জা ফখরুল

এই সম্পর্কিত আরো