বিএনপিকে কাউন্সিলে আমন্ত্রণ

ঢাকা: আগামী ২২ ও ২৩ অক্টোবর ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’- এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক কাউন্সিল।
কাউন্সিলকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
মির্জা ফখরুলকেও সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস।
গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবেই বিএনপিকে দাওয়াত দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোনো স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হবে না বলেও জানান মৃনাল কান্তি।