স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে ভারত
ডেস্ক রিপোর্ট: ভারতের স্বাস্থ্য উন্নয়নে বিশেষ করে গ্রামীণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভারত বাংলাদের অভিজ্ঞতা ব্যবহার করবে বলে জানিয়েছেন সফররত ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় হর্ষবর্ধন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন পৌঁছে দেন।
এ সময় তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি আবেগ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে ভারতের সহযোগিতার কথা গভীরভাবে স্মরণ করেন।
বিশেষ করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার করা হয় তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন তা সে সময় টিকে থাকার শক্তি জুগিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ভারত ও বাংলাদেশের সমস্যাগুলো একই রকম। এ জন্য দুই দেশের একত্রে কাজ করতে হবে। দুই দেশের ক্ষেত্রে দারিদ্রতা সবচেয়ে বড় শত্রু। এর বিরুদ্ধে ভারত-বাংলাদেশকে একত্রে লড়াই করতে হবে।
তিনি বলেন, দুই দেশকে আঞ্চলিক সহযোগিতার সম্পর্কের মধ্য দিয়ে সাধারণ সমস্যাগুলো মোকাবেলা করতে হবে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রী বলেন, ভারতের স্বাস্থ্য উন্নয়নে বিশেষ করে গ্রামীণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভারত বাংলাদের অভিজ্ঞতা ব্যবহার করার কথা ভাবছে।
এ সময় ভারতের স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিক মডেলের বেশ প্রশংসা করেন।
আয়ুর্বেদিক ও হোমিও চিকিৎসায় বাংলাদেশ এগিয়ে আছে উল্লেখ করে তিনি আরো বলেন, এ ক্ষেত্রেও ভারত বাংলাদেশ এক হয়ে কাজ করতে পারে। জারি রাখতে পারে সহযোগিতার হাত।
এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন। আ: স: