কেউ আসুক আর না আসুক আমরা নির্বাচনে যাব: এরশাদ
Tuesday, February 20, 2018

মঙ্গলবার দুই দিনের সফরে রংপুরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার জেলে যাওয়ার বিষয়ে এরশাদ বলেন, রাজনীতি করলে জেল জুলুম সহ্য করতে হবে, এটি রাজনীতির ধারা। বিএনপি নেতাকর্মীরাতো তাদের নেত্রীর জন্য আন্দোলন করছে করবেই। তবে তারা এখন পর্যন্ত কোন ধ্বংস্ত্মাক কর্মসূচি দিচ্ছে না। রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে, এটা ভাল দিক, এটাই রাজনৈতিক ধারা হওয়া উচিত।
জাপা চেয়ারম্যান আরও বলেন, বিএনপির অনেক নেতারা জাপায় যোগ দিতে পারে, তবে সেটা সময়ের ব্যাপার।
সাবেক রাষ্ট্রপতি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করেছে। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আমরা আগামী নির্বাচনে অনেক ভাল করব। তিনি বলেন, সারা দেশে এখন জাতীয় পার্টির গনজোয়ার বইছে। জাপার এ জোয়ার ধরে রাখতে হবে।
এসময় এরশাদের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, জাপা প্রেসিডিয়াম সদস্য এরশাদের ভাই জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছির, জাপা নেতা আবদুর রাজ্জাক প্রমুখ।