জামিনে মুক্ত আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দীন আলম
গাজীপুর : কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির দুই নেতা। তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দীন আলম।
মঙ্গলবার রাতে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে এই দুই নেতা মুক্তি পান। এর আগে এক সাথে গ্রেপ্তারও হন।আমান উল্লাহ আমানের ব্যক্তিগত সহকারী আব্দুস সোবহান স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৮ টার দিকে মহাখালী ডিওএইচএস-এ নাজিম উদ্দীনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর হাইকোর্টের সামনে প্রিজন ভ্যান থেকে কর্মী ছিনিয়ে নেয়া ও পুলিশের উপর হামলার পর থেকে প্রতিদিনই গ্রেপ্তার হন বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে সর্বশেষ রাতে গ্রেপ্তার হন ৯০ ছাত্র আন্দোলনের এই দুই নেতা। জানা যায়, সেদিন সন্ধ্যার পর থেকে নাজিম উদ্দীন আলমের মহাখালী ডিওএইচএস এর বাসা ঘিরে রাখে গোয়েন্দা পুলিশ। পরে রাত সাড়ে ৮ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।