ঢাকায় মনোনয়ন জমা দেয়ার পর ধানের শীষের প্রার্থী নিখোঁজ
Wednesday, November 28, 2018
ঢাকা : ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে লড়তে মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না মোশাররফ হোসেন খোকনের। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতারা এ অভিযোগ করেন।
দলীয় সূত্রের দাবি ধানের শীষের মনোনয়ন পেয়ে খোকন আজ সেগুন বাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।