রবিবারের পরীক্ষা শুক্রবার: শিক্ষামন্ত্রী
Sunday, February 15, 2015
আগামীকাল রবিবারের এসএসসি ও সমমানের সাতটি বিষয়ের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
রবিবার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি প্রথম পত্র (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) (সৃজনশীল), রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) (সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।