তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা: কিশোরগঞ্জের করিমগঞ্জের তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। রবিবার বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। তিন রাজাকার হলেন- আব্দুল মজিদ, হাফিজ উদ্দিন, আজহারুল ইসলাম।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্যাপ্টেন (অব.) নাসির উদ্দিন ও তার ভাই সামসুদ্দীনের তদন্ত হয়। তদন্তে ঐ তিনজনেরও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর সুলতান আহমেদ সিমন।
তিনি বলেন, তদন্ত কর্মকর্তা মজিদ, হাফিজ ও আজহারুলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় তা আদালতে উপস্থাপন করা হয়। আদালত সব কিছু বিবেচনা করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।