অভিজিৎ হত্যার দায় স্বীকার!
ঢকা : ব্লগার অভিজিৎ রায় হত্যার দায় আনসার বাংলা-৭ নামের একটি সংগঠন স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান জানিয়েছেন আনসার বাংলা -৭ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করে টুইটারে একটি পোস্ট দিয়েছে। তবে এ নামে কোন সংগঠনের অস্থিত্বের বিষয়ে এর আগে কোন তথ্য পাওয়া যায়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, আমরা কাজ করছি। আমাদের সর্বোচ্চ থাকবে এর পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করতে। এদিয়ে অভিজিৎ রায়ের পারিবারিক সূত্র জানিয়েছে, তার ইচ্ছা অনুযায়ি মরদেহ ঢাকা মেডিকেলে দান করা হবে। অভিজিৎ আগেই এ ইচ্ছা পোষণ করেছিলেন।