হাতিয়ায় হরণী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন
শুক্রবার, ফেব্রুয়ারি ২৬, ২০২১
স্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নোয়াখালী জেলা শহরের হোটেল ওয়াসি ইন্টারন্যাশনালের অডিটোরিয়ামে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
এতে হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোজ্জামেল হোসেন আজাদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল বাশার হাওলাদার ও আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানবীর উদ্দিন রাজীব।
সম্মেলনে কাউন্সিলদের উপস্থিতিতে জেলা, হাতিয়া উপজেলা ও হরণী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।