জার্মানিকে হারিয়ে দ্বিতীয় অঘটন জাপানের
ঢাকা : কাতারের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলের জয় পেল জাপান। বিশ্বকাপের ‘ই’ গ্রুপের এ ম্যাচের প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
৩২ মিনিটে পেনাল্টি থেকে প্রথমার্ধে গোলটি করেন জার্মানির ইলকায় গুন্ডোগান। ডেভিড রাউমকে ফাউল করেছিলেন জাপানের গোলরক্ষক সুইচি গন্ধা। স্পট কিকে কোন ভুল করেননি গুন্ডোগান।
তবে দ্বিতীয়ার্ধে নামার পর খেলার ৭৪ মিনিটে দারণ এক গোল করে জাপান। এতে সমতা ফেরে। এরপর ৮২ মিনিটের মাথায় আরেক গোল দিয়ে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় জাপান।
ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া জার্মানি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল।
জার্মানি এর আগে কখনোই জাপানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলেনি। এবারই প্রথম বিশ্বকাপে দেখা হলো তাদের।
এর আগে জাপান ও জার্মানি দুইবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ২০০৪ সালে প্রথম দেখায় জাপান ৩-০ গোলে হেরেছিল। আর ২০০৬ সালে ২-২ গোলে ড্র করেছিল।