আর্জেন্টিনা-জার্মানির অঘটনের পর মানসিক চাপে ব্রাজিল ?

Thursday, November 24, 2022


ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার -জার্মানির অঘটনের পর ভয়ে আছে ব্রাজিল!! আর্জেন্টিনাকে মাটিয়ে নামিয়ে আনল সৌদি আরব। জার্মানিকে হারিয়ে আরও একটা অঘটনের জন্ম দিল এশিয়ারই আরেক দল জাপান। সেটাও কী অবিশ্বাস্যভাবে! প্রথমে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা।

প্রশ্ন উঠেছে, এটা কি তাহলে অঘটনের বিশ্বকাপ হতে যাচ্ছে? এমন পরিস্থিতিতে কিছুটা চাপে থাকবে ব্রাজিল। সেই সঙ্গে সতর্কও থাকবে নেইমাররা। তবে অঘটনের বিশ্বকাপে তাদের ভাগ্যে কী ঘটে তা নিয়ে যেন জল্পনার অন্ত নেই ভক্তকুলের। বাংলাদেশ সময় আজ রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

আর্জেন্টিনার কট্টর নিন্দুকও হয়তো ভাবেননি র‌্যাংকিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে ধরাশায়ী হবে বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে ফেবারিট তত্ত্ব খুব একটা যে খাটে না আরও একবার সেটির সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

গত ২২ নভেম্বর সৌদির কাছে ১-২ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এ হারকে বিশ্বকাপের সেরা অঘটন হিসেবেই তুলনা করছেন কেউ কেউ।

অন্যদিকে, জাপানের বিপক্ষে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল জার্মানি। কিন্তু কে ভেবেছে যে ডাইম্যানশেফটদের এমন পরিণতি হবে! শুরুতে এগিয়ে গেলেও তারাও হেরে গেছে আর্জেন্টিনার সমান ১-২ গোলে।

আমরা কাউকে ভয় পাই না, ব্রাজিলকেও না

আমরা কাউকে ভয় পাই না, ব্রাজিলকেও না

 

চলতি কাতার বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে বেশ কঠিন এক দলের সামনেই দাঁড়াতে হচ্ছে সেলেসাওদের। ইউরোপের দল সার্ভিয়ার মুখোমুখি হতে হবে তাদের। ম্যাচের আগে তিতের দলের জন্য এক ধরনের প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ।

তিনি বলছেন, তারা ভয় পান না কাউকেই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সার্বিয়া কোচ বলেন, ‘ব্রাজিল দারুণ দল, পৃথিবীর অন্যতম সেরা। আমার মতে তাদের একটা সোনালি প্রজন্ম আছে এখন আর খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। খেলাটা শুরু হবে ০-০তে; আমাদের জয়ের সুযোগ আছে। আমরা কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না।’

এদিকে ব্রাজিলকে অবশ্য বিশ্বকাপের দাবিদারদের একজন মানছেন তিনি, ‘ব্রাজিল ব্যক্তিগত ও দলগতভাবে দারুণ দল। তারা নিশ্চিতভাবেই বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু আমরা নিজেদের দিকেই তাকাতে চাই। আমরা ব্রাজিলের কোয়ালিটি দেখছি, তবে একই সঙ্গে নিজেদেরও। দেশকে গর্বিত করতে চাই ও নিজেদের ধরনের ফুটবল খেলতে চাই।’

এবারের বিশ্বকাপে ব্রাজিল এসেছে বেশ শক্তিশালী দল নিয়ে। বিশেষত আক্রমণে দারুণ সব ফুটবলার আছে তাদের। পিএসজি তারকা নেইমারের সঙ্গে আছেন মোট ৯জন ফরোয়ার্ড। এ নিয়ে নিজের সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতাই করলেন সার্ভিয়া কোচ, ‘সার্বিয়ার সঙ্গে চার স্ট্রাইকার খেলবে ব্রাজিলের? তাহলে আমরা শেষ…কিন্তু ডিফেন্সে কি কেউ খেলবে?’

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, সার্বিয়ার অনুশীলন নাকি ড্রোন ব্যবহার করে দেখেছেন ব্রাজিল কোচ তিতে। এ নিয়ে স্তয়কোভিচ বলেছেন, ‘আমি বিশ্বাস করি না তারা আমাদের দেখেছে। দেখার মতো আমরা কে? তারা ফুটবলের সুপার পাওয়ার। আমার মনে হয় তথ্যটা ভুল। যদি ওটা ড্রোন হয়ও, আমি জানি না কী দেখেছে। এখানে বিশেষ কিছুই নেই।’

চলতি কাতার বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে বেশ কঠিন এক দলের সামনেই দাঁড়াতে হচ্ছে সেলেসাওদের। ইউরোপের দল সার্ভিয়ার মুখোমুখি হতে হবে তাদের। ম্যাচের আগে তিতের দলের জন্য এক ধরনের প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ।

তিনি বলছেন, তারা ভয় পান না কাউকেই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সার্বিয়া কোচ বলেন, ‘ব্রাজিল দারুণ দল, পৃথিবীর অন্যতম সেরা। আমার মতে তাদের একটা সোনালি প্রজন্ম আছে এখন আর খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। খেলাটা শুরু হবে ০-০তে; আমাদের জয়ের সুযোগ আছে। আমরা কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না।’

এদিকে ব্রাজিলকে অবশ্য বিশ্বকাপের দাবিদারদের একজন মানছেন তিনি, ‘ব্রাজিল ব্যক্তিগত ও দলগতভাবে দারুণ দল। তারা নিশ্চিতভাবেই বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু আমরা নিজেদের দিকেই তাকাতে চাই। আমরা ব্রাজিলের কোয়ালিটি দেখছি, তবে একই সঙ্গে নিজেদেরও। দেশকে গর্বিত করতে চাই ও নিজেদের ধরনের ফুটবল খেলতে চাই।’

এবারের বিশ্বকাপে ব্রাজিল এসেছে বেশ শক্তিশালী দল নিয়ে। বিশেষত আক্রমণে দারুণ সব ফুটবলার আছে তাদের। পিএসজি তারকা নেইমারের সঙ্গে আছেন মোট ৯জন ফরোয়ার্ড। এ নিয়ে নিজের সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতাই করলেন সার্ভিয়া কোচ, ‘সার্বিয়ার সঙ্গে চার স্ট্রাইকার খেলবে ব্রাজিলের? তাহলে আমরা শেষ…কিন্তু ডিফেন্সে কি কেউ খেলবে?’

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, সার্বিয়ার অনুশীলন নাকি ড্রোন ব্যবহার করে দেখেছেন ব্রাজিল কোচ তিতে। এ নিয়ে স্তয়কোভিচ বলেছেন, ‘আমি বিশ্বাস করি না তারা আমাদের দেখেছে। দেখার মতো আমরা কে? তারা ফুটবলের সুপার পাওয়ার। আমার মনে হয় তথ্যটা ভুল। যদি ওটা ড্রোন হয়ও, আমি জানি না কী দেখেছে। এখানে বিশেষ কিছুই নেই।’


‘স্যার’ বিড়ম্বনা 

বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা: কাদের

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ

এ এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ: বিস্ফোরকের আলামত নেই

হাতিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

বেগমগঞ্জে ১১ পাসপোর্ট দালাল গ্রেফতার

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৬

নোয়াখালীতে ৬ হাজার মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

এই সম্পর্কিত আরো