বিশ্বকাপে কোন দল কত টাকা পেলেন
ক্রীড়া ডেস্ক : শেষ হলো বিশ্বকাপ মহারণ, অবসান ঘটল ৩৬ বছর অপেক্ষার। ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। রোববার রাতে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে মেসিরা। এই জয়ে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলো। ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচনা করা হয়। তাই পুরো বিশ্ব ফিফা বিশ্বকাপের দিকে তাকিয়ে ছিল। বিশ্বকাপ ট্রফি জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে কোটি কোটি টাকা। ফিফা বিশ্বকাপের প্রাইজমানি অনেক বেশি। শুধু বিজয়ী দলই নয়, রানার্সআপ দলও পাবে অনেক অর্থ।
কোন দল কত টাকা পেয়েছে জেনে নিন
বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে ৪৩৯ কোটি টাকা, রানারআপ ফ্রান্স ৩১৩ কোটি টাকা, তৃতীয় নম্বর দল ২৮২ কোটি টাকা (ক্রোয়েশিয়া), চতুর্থ নম্বর দল ২৬০ কোটি টাকা (মরক্কো)।
কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)।
কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে।
শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি) করে সঙ্গে নিয়ে।
আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি) করে পেয়েছে।
বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা (৪৪০ মিলিয়ন) ব্যয় করছে, যা বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি দলের অংশগ্রহণের ফি, ম্যাচ জয়, গোল ফি এবং বিজয়ী, রানার্সআপ ও নকআউট পর্বে পৌঁছে যাওয়া দলগুলোতে দেওয়া অর্থের পরিমাণ।