নষ্ট ল্যাপটপ দিলেই মিলবে নতুন ল্যাপটপ!
প্রযুক্তি ডেস্ক : দেশে প্রথমবারের মতো পুরাতন ল্যাপটপের বিনিময়ে যেকোন ব্র্যান্ডের নতুন ল্যাপটপ দেয়ার ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজি লিমিটেড।
এ ব্যাপারে সিস্টেমআই টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, সিস্টেমআই টেকনোলজিস গত পাঁচ বছর ধরে ল্যাপটপ এক্সচেঞ্জের বিশেষ অফার দিয়ে আসছে। তবে এবার আমরা ভিন্ন মাত্রা নিয়ে এসেছি। পুরাতন, নষ্ট এবং অকেজো ল্যাপটপ বা ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ দিচ্ছি। আমরা এ খাতে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। অফারটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
সিস্টেমআই টেকনোলজিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নতুন ল্যাপটপের তালিকা থেকে পছন্দ করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সাথে সমন্বয় করা হবে। এ সস্পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://systemeye.net এই ঠিকানায়।
যেভাবে এক্সচেঞ্জ করবেন:
পুরোনো ল্যাপটপ/ডেস্কটপের ফটো ও কনফিগারেশন (যেমন: প্রসেসর জেনারেশনসহ, র্যাম ও হার্ডডিস্ক কত জিবি) আমাদের ফেইসবুক মেসেনজারে দিন। তাহলে আমরা পুরোনো ল্যাপটপের দাম কত হবে তা বলতে পারবো। পুরোনো ল্যাপটপের সাথে টাকা যোগ করে যেকোন কনফিগারেশনের নতুন ল্যাপটপ নিতে পারবেন।
আর আপনার ল্যাপটপটি যদি নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের অফিসে নিয়ে আসতে হবে। আমরা ফিজিক্যালি চেক করে নষ্ট ল্যাপটপের/ডেস্কটপের দাম নির্ধারণ করবো ।
আমাদের স্টক দেখুন:
http://bit.ly/2mhXolT
আমাদের স্টকের মডেলগুলোর বাইরেও অন্যান্য মডেল নিতে পারেবেন সেক্ষেত্রে অর্ডার করে ১-২ দিন সময় দিতে হবে।
আমাদের ঠিকানা:
সিস্টেমআই টেকনোলজিস, বাড়ি ৬৯ (২য় তলা), রোড ৮, ব্লক ডি নিকেতন, গুলশান, ঢাকা-১২১২, সকাল ১০টা- সন্ধ্যা ৬টা
Mobile: 01757555999
Phone: 09678800514