ছড়া
ইচ্ছে করে
সোমা মুৎসুদ্দী
——————-
ইচ্ছে করে মেঘের দেশের
মেঘ পরীটা হই।
তুলোর মতো মেঘের ঘরে
মেঘের সাথে রই।
ইচ্ছে করে মেঘনা তিতাস
তিস্তা নদী হয়ে।
আপন মনে সারা বেলা
যাবো আমি বয়ে।
ইচ্ছে করে পাহাড় সাগর
নয়তো হবো ফুল।
এই পৃথিবীর মাটি মায়ায়
হবোরে মশগুল।
ইচ্ছে আমার অনেক হাজার
ইচ্ছে হবো তারা।
চাঁদের আলোয় জোছনা হবো
খুশিতে আত্নহারা।
দু’টো শিশু
সোমা মুৎসুদ্দী
———0————
একটি শিশু কাগজ কুড়ায়
একটি থাকে সুখে।
একটি থাকে পথের ধূলায়
একটি মায়ের বুকে।
একটি শিশু ময়লা ঘেঁটে
খাবার খোঁজে রোজ।
একটি শিশুর দামী দামী
হয়রে ভুরি ভোজ।
একটি শিশুর স্বপ্ন সুখের
মানুষ হবার পণ।
একটি থাকে অবহেলায়
নেইরে আপনজন।
সোমা মুৎসুদ্দী
লেখক ও আবৃত্তিকার
চট্টগ্রাম।