গল্প : তোমায় গান শুনাবো (পর্বঃ ৫)

Friday, February 17, 2023


শারমিন আকতার রানা


শুনো গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি।

লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি।

ছোট্টবেলা থেকে শুনে এসেছি টিনএজ বয়সটা ভয়ংকর। সেটা কোন মতে পার করতে পারলেই কেল্লাফতে। তাহলে কি আমার মনের বয়স আদৌ বাড়েনি?? তা না হলে কেন সারাক্ষণ জিহান মোবাইলে মেসেজ দিয়েছে কিনা তা একটু পর পর পরখ করি? আবার মেসেজ আসেনি দেখলে কেন অদ্ভুত ছটফটানিতে ছটফট করতে থাকি? মনকে শাসন করেও থিতু করতে পারিনা? শুধু একটুশখানি কথা বলার মাঝে এতো সুখ! আমি কি তবে খারাপ হয়ে যাচ্ছি? মাঝে মাঝে নিজেকে নিজেই শাসন করি। কিন্তু ফলাফল শূন্য। মেসেজের টুংটাং আওয়াজের সাথে বুকের ধুকপুকানি টের পেলাম। ওপেন করতেই,,,,

জিহানঃ গুল,, গুল,,, গুলশিরিন,,,।

গুলঃ তোমার এই আকুল করা ডাকের অপেক্ষায় ছটফট করতে থাকি।

জিহানঃ আমার আকাশে হাজার তারার ভীড়ে তুমি শুকতারা, মিটিমিটি কর দূর আকাশের ধ্রুবতারা।

গুলঃ ধ্রুবতারা হয়ে একাকী পথ চলতে চলতে ক্লান্ত হয়ে তোমার ভালোবাসার আদর নিতে ছুটে ছুটে আসি। জিহান,,জিহান,,,জিহান,,,, তুমি এসে টর্নেডোর মতো সব কেন এলোমেলো করে দিলে? আমার জিহান সোনা,,,কি করে থাকবো?

জিহানঃ আমি জানি না,,,, বেদনার রঙ কি?? আমি বুঝি না,,,, কষ্টের সীমানা কোথায়?? আমি বুঝি না,,,,কেন প্রেমে পড়ে কষ্ট পায়!!! আমি বুঝি না,,,, কেন এই হাহাকার কুঁড়ে কুঁড়ে খায়???

গুলঃআমায় তুমি ক্ষণে ক্ষণে করে তোল চঞ্চল, বিহ্বল, দিশেহারা। খেই হারিয়ে মনপবনের নাওয়ে ভেসে বেড়ায় তোমার মনের অলিগলি।

জিহানঃ তুমি অনন্য বলেই তো আমি তোমার গুল।

গুলঃ এতো আনন্দ কোথায় লুকিয়ে ছিল? তোমারে পেয়েছি হৃদয়ে আরতো কিছু চাই না।

জিহানঃ তুমি আকুল বলেইতো আমি বেআকুল।। তুমি সাগর বলেইতো আমি মোহনা।।

গুলঃ আমি শুধু একাই আকুল হয়ে তোমার পানে ধেয়ে ধেয়ে যাই।তোমাকে এখনো রাত জাগাতে হাতে পায়ে ধরতে হয়?

জিহানঃ অভিযোগ, মনের কোণে জমে উঠা যতো ক্ষোভ ঝেড়ে হালকা হয়ে নাও। রাত জাগতে থাকলে,,,, অভ্যস্ত হয়ে গেলে,,, তখন না জাগতে পারলে দ্বিগুণ কষ্ট পাবে।।

গুলঃ কষ্ট পেতে পেতে ঝালাই করা রডের মতো মনটা কঠিন হয়ে গিয়েছিল। তোমায় কাছে পেয়ে কখন যে কোমল হয়ে উঠলাম নতুন করে। ভীষণ কান্না পাচ্ছে।

জিহানঃ আমার সারাজীবনের একটা কান্না ছিল আমার ভালো লাগার কথা বলতে পারিনি।। নিয়তির পরিহাস সে কথাটা যখন বলতে পেরেছি তখন মনে হচ্ছে এতো আরো কষ্টকর।। পেয়ে হারানোর বেদনা।

গুলঃ এভাবেই হয়তো একদিন সব পেয়েও না পাওয়ার আকুতি নিয়ে শেষ হয়ে যাবে আমাদের ছোট্ট জীবন। অপূর্ণতা নিয়েই পরপারে পাড়ি দিতে হবে। এই জীবনে তোমাকে বৈধভাবে পাওয়া আর হলো না,,,

জিহানঃ আবারও সেই আফসোস, কেন এমন হলো? অন্য রকম হলো না কেন বিধাতা?? গুল,,,গুল,,,,আমার গুলশিরিনকে খুব দেখতে ইচ্ছা করছে। তোমার সাথে এই জনমে দেখা হবে কিনা জানিনা। একটু কি ভিডিও কলে দেখার সৌভাগ্য হবে না? sorry মেয়ে আছে নিশ্চয়ই। অন্য কোন দিন হোক। তোমার একটা ছবিই না হয় দাও।এতোগুলো বছর পরের তোমাকে একটু মন ভরে দেখি।

গুলঃ দিলাম।দেখো ।

জিহানঃ সাদা পরা কমাও,, wao? so cutee,,,,sweet my darling Gul Shireen.

গুলঃ আমার জীবনের সাদার ছোঁয়া যে আমার আলমারি ও দখল করে নিয়েছে। থরে থরে সাজানো সাদা জামা।

জিহানঃ কি লাল টকটকে ঠোঁট। এটা কি রেওয়াজ? ওহ!আমি মুগ্ধ! তোমার সেই দীঘল কাল কেশের লেশমাত্র ও নেই। তবু এখনো কতো স্মার্ট! আমার কল্পনার সেই ছোট্ট গুলশিরিন আর আজকের গুলশিরিন,,, কত পরিপক্ব,,, কত আবেদনময়ী।

গুলঃ হা হা। বেশি বেশি হয়ে যাচ্ছে। যদিও মেয়েরা প্রিয়তমের প্রশংসা শোনার জন্য উম্মুখ হয়ে থাকে কিন্তু ভাব ধরে সে অন্যদের চেয়ে আলাদা। হা হা,,,,।

জিহানঃ তুমি বয়স চুরি করতে পারবে।কেউ বুঝবে না গুল। হা হা,,,।

গুলঃ বয়স চুরি করে যদি সেই বয়সে ফেরত যেতে পারতাম!

জিহানঃ হুম। কিন্তু তখন না বলাটা disastrous ছিলো।।। অনেক ক্ষতি হয়ে গেছে। পরজনমে যেন এই ভুল না হয়।

গুলঃ একজনমেই কাঙালিনী হয়ে আছি। আবার পর জীবন! বারবার যদি একই ভুলের মাসুল দিয়ে গোলকধাঁধায় চক্কর খেতে হয়।কি করে এতো যাতনা সইব?

জিহানঃ আমি পরজনমে হবো রাধা, তুমি শ্রী নন্দের নন্দন।।

গুলঃ আমি ভীষণ ভালোবাসার কাঙ্গাল। দূর থেকে মাঝে মাঝে একটু ভালোবাসা না হয় দিও।আর ভীষণ অভিমানীও।সবসময়ই নিজেকে আড়াল করে রেখে স্বস্তি পাই।

জিহানঃতুমি থাকবে চিরদিন এই মানুষটির শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত।। তুমি যখন যা মনে আসে আমাকে বলো,অভিমান আর লজ্জা ভেঙে বলো।আমার হৃদয়ে এতোদিন জং ধরেছিল। তাতে প্রলেপ হয়ে তুমি এসেছ।তাইতো তোমার জন্য আমার হৃদয়ে শতরঞ্জি পেতে অপেক্ষায় আছি। আমায় ভুল বুঝবে না কখনো।

গুলঃ শুধু,, ই ভালোবাসা।আর কোনও চাওয়া নেই।

জিহানঃঅনেক আদর। গুলঃ তোমার গুল কাঁদছে।

জিহানঃ তোমার জিহান ও কাঁদছে। কেউ কি ওপ্রান্তে আছে??? চলো দুজন মিলে আবৃত্তিটা শুনি।।জীবন ঘনিষ্ঠ।। আমাদের জীবনে ওতো একই ঘটনা, প্রত্যাশা আর প্রাপ্তির মিল নেই।। আমিও তো জীবনকে বয়ে নিয়ে যাচ্ছি। আছি, ভালো নেই।।।

গুলঃ হুম। আমি ও।

জিহানঃ জানো,বিয়ের পর বউয়ের সাথে প্রেম করেছি, চেষ্টা করেছি মন জয় করার।। But definitely it was not my first love. I lost my first love,,, that made me loveless,,, সেজন্য বলি প্রেম শূন্য ছিলাম। তারপর তোমাকে অবশেষে ফিরে পেলাম।। তোমাকে পেয়ে ভীষণ খুশি।। তুমি যে আমার গুলশিরিন।।।

গুলঃ তোমার চিন্তা, চেতনা, কল্পনা থেকে আর আমাকে কখনো হারিয়ে যেতে দিও না। দ্বিধা দূরে সরিয়ে বলেই ফেলি, আমার মনটা নির্ভেজাল, সুন্দর,রোমান্টিক । যে আমায় বুঝবে সে পাগলের মতো ভালোবাসবে।

জিহানঃ আমি এই ভালো মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি বেলাশেষেও।

গুলঃ হায়! হায়! একজন লিখে পাঠিয়েছে, ভাবি গ্রীন লাইট জ্বলে। অনলাইনে দেখা যাচ্ছে।

জিহানঃ তুমি আমার পাদপ্রদীপের আলোয় হারিয়ে যাওয়া রাঙা গোধূলি।।। স্বল্প সময়ের ধূমকেতু।। গুলশিরিন তুমি আমার বিস্ময়।।।। Jug jug jiyo.

জিহানঃ তাই নাকি। তাহলে আজকের মতো আমরা অফলাইনে গেলাম। আল্লাহ হাফেজ। ভালো থেকো।

গুলঃ আল্লাহ হাফেজ। তুমি ও আমার কথা ভেবে ভালো থেকো।


রাগ করে বাড়ি ছেড়ে জঙ্গলে ১৭ বছর: দেখতে গেলেন ইউএনও

হাতিয়ায় স্ত্রী হত্যা: আসামিকে জেলা কারাগারে প্রেরণ

বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, বাড়বে লোডশেডিং

নোয়াখালীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২জনকে পিটিয়ে আহত

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার

নিম্নমানের খাদ্য উৎপাদন-অনুমোদনহীন মবিল রিফাইন: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে রোহিঙ্গা যুবক আটক

হাতিয়ায় স্ত্রী হত্যা মামলার আসামী ফরিদপুর থেকে আটক

আবার বাড়ছে করোনা : ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৩

কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না: ওবায়দুল কাদের

জ্বালানি তেল আমদানি নিয়ে সংকটে সরকার

হাতিয়ায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন গাজীপুরের নতুন মেয়র

হাতিয়ায় বাল্যবিবাহ : বর আসার আগে কনে বাড়ীতে উপস্থিত পুলিশ

এই সম্পর্কিত আরো