কবিতা : ভুলে ভরা
——- ফাতেমা হক মুক্তা
আকাশ ছুঁয়ে দেখব বলে জলে নেমেছিলাম
আজ নীলিমার নীলা জলে হারিয়ে গেলাম ।
নীল দেখে কেউ ভেবনা আকাশ, জলও নীল হয়
মরীচিকা দেখে যেন কেউ পথ না হারায় ।
পিপীলিকার পাখা যেমন মরণের ফাঁদ
ঝাড়বাতি দেখে কভু ভেব না চাঁদ ।
ভুল পথে থাকে শুধু ভুলে ভুলে ভরা
ভুল করেও ভুলগুলো আর না করা ।
ভুলের মাঝেই থাকে কষ্টের বাস
ভুল থেকে মহা ভুল পরে সর্বনাশ ।
মেঘের আঁধার দেখে ভেবেছি রাত
শ্রাবণ ধারার মাঝে খুঁজেছি প্রপাত ।
ঘোচাতে চেয়েছি আঁধার জোনাকির আলোয়
পাইনি আলোর দেখা ভরেছি কালোয় ।
এক পাশে দাঁড়িয়ে ভাবা সুখ ঐ পাশে
অন্যের ঘরেই আছে সুখ মিলেমিশে ।
এভাবেই ভুলে ভরা ভুলগুলো করি
মরার আগেই মোরা অকালেই মরি ।