কে তুমি ?
।। সানজিদা আফরিন ।।
কে তুমি ,
প্রশ্ন করে দেখো নিজেকে
চোখে চোখ অপলক,অনিমেষ
তোমার আয়নায় ।
কে তুমি,
এলেগো বহু পথ পরিক্রমায়
বাঁকের পর বাঁক পেরিয়ে
আমার মোহনায় ।
কে তুমি ?
বন্ধু আমার আবেশে শিহরণ,
ভালোলাগা সারাক্ষন
আমাকে ভাবায় ।
কে তুমি ?
নীরবে এসেছ একা একা
হৃদয়ের দুয়ারে আমার
মিশেছ চেতনায় ।
কে তুমি ?
দক্ষিনা বাতাসে মৃদুলা স্পর্শে
ছুঁয়ে যাও কপোলের চুল
আমার জানালায় ।
কে তুমি ?
শীতের মিষ্টি রোদের মতো
উষ্ণতার চাঁদরে আমাকে লুকাও
তোমার ভালোবাসায় ।
কে তুমি ?
নীলাকাশের পানে হাত বাড়িয়ে
প্রশ্ন করেছি বারবার, নির্বিকার
কেন জবাব মিলেনা হায় ।
কে তুমি ?
তন্দ্রাচ্ছন্ন ভাবনায় বলে যাও
কানে কানে ,ছুঁয়ে যাও আলতো করে
বলে যাও আমায় ।
কে তুমি ?
আমার অবচেতন মনের ভালোলাগা ?
হোক না ,তবুও তো আছো মিশে
আমার ভালো লাগায় ।